তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ: নান্দাইলে কৃষি মেলা প্রদর্শনীতে দেখা মিলেছে ৫০ কেজি ওজনের বিশাল এক কাঁঠাল। কাঁঠালটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। এত বড় কাঁঠাল কেউ এর আগে দেখেনি। তাই সবাই ক্যামেরাবন্দী করতে ব্যস্ত। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এমনই কাঁঠালের দেখা গেছে উপজেলা পরিষদ চত্বরের কৃষি মেলা প্রদর্শনীতে।
জানা গেছে – উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলামের কাঁঠাল গাছে এ বিশাল আকৃতির কাঁঠাল ধরেছে। মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া কৃষি মেলা প্রদর্শনীতে এ কাঁঠাল প্রদর্শণ করতে নিয়ে এসেছেন কৃষক নজরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ১১ টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু সহ প্রমুখ।
কৃষক নজরুল ইসলাম জানান, আমার বেশ কয়েকটি কাঁঠাল গাছে বিশাল বিশাল কাঁঠাল ধরেছে। এটি সবচেয়ে বড় কাঁঠাল। কৃষি মেলা প্রদর্শণ করতে নিয়ে এসেছি। কাঁঠাল দেখতে মানুষজন ভিড় করছে।
এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে। নান্দাইলের মাটি উর্বর হওয়ায় প্রচুর কাঁঠাল জন্মে। বিশাল বড় কাঁঠালের সাথে দেখতে আসা দর্শনার্থীরাও মনের আনন্দে ছবি তুলছেন।
Leave a Reply