নওগাঁর রাণীনগর থেকে চুরি যাওয়া সিএনজি বগুড়া থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,গত ৬আগষ্ট রাতে উপজেলার পারইল বিষিয়া গ্রামের রতন আলীর একটি সিএনজি চুরি হয়ে যায়। এ ঘটনায় রতন আলী সোমবার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন। এরপর মামলার কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার চকরুপ গ্রামে একটি গ্যারেজের সামনে থেকে চুরি যাওয়া সিএনজি উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো,বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে ক্যাইলা (৩০) ও বগুড়া সদরের চান্দপাড়া সাবগ্রামের আবদুস সামাদের ছেলে হাবিল উদ্দীন (৫২)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply