আলীকদমে ৮ই আগস্ট 2022ইং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92 তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু দুংড়ি মং মার্মা। আরো উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন। আলীকদম উপজেলা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন সরকার। বীর মুক্তিযোদ্ধা কমন্ডার আব্দুল মান্নান। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন সহ আলীকদম উপজেলার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে সকাল ৯ ঘটিকায় ফজিলাতুন্নেছা নেছা এর সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার শেষে যুব মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও মোবাইল ব্যাংকির এর মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হই। আর শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ আগস্ট ১৯৩০সালে জন্ম গ্রহণ করেন ও ১৫ আগস্ট ১৯৭৫ সালে মৃত্যু বরণ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর স্ত্রী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে হত্যা করা হয়েছে।
তিনি ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। পাঁচ বছর বয়সে তার পিতা-মাতা মারা যান। তিনি তার স্বামী শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ছিলেন। শেখ মুজিবের বয়স যখন ১৩ ও বেগম ফজিলাতুন্নেসার বয়স যখন মাত্র তিন, তখন পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক করেন।১৯৩৮ সালে বিয়ে হবার সময় রেনুর বয়স ছিল ৮ বছর ও শেখ মুজিবের ১৮ বছর।
পরে এই দম্পতির দুই কন্যা ও তিন ছেলে হয়। তারা হলেন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল
Leave a Reply