বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে অফিস ছুটির পূর্বেই কর্মস্থল ত্যাগ করছেন উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ।
সরকারের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি অফিস আদালত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে। কিন্তু বাস্তবে এর চিত্র পুরাই উল্টো। সকাল ১০টায় ও অনেক কর্মকর্তা আসেন না এবং ছুটির নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করেন কর্মকর্তারা।
১২ই জুন মঙ্গলবার উপজেলা পরিষদের ৪র্থ তলায় অবস্থিত মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার অফিসে গেলে দেখা যায় দুপুর ৩টা ২০মিনিটেই নিজের কর্মস্থল ত্যাগ করেন ফারুক আহাম্মেদ। অফিসের পিওন রবিউল করিম রুমের দরজা বন্ধ করে তালা মারছেন।
কর্মকর্তার কথা জানতে চাইলে পিওন রবিউল করিম বলেন, একটু আগেই নেমেছে এখন হয়তো বাসস্ট্যান্ডে আছে।এ ব্যপারে মহিলা ও শিশু কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, শরীরটা খারাপ তাই একটু তারাতারি চলে আসছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, এ বিষয়ে আমাকে জানানো হয়নি। কেন চলে গেলো এ বিষয়টি আমি দেখছি।
Leave a Reply