মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : ঈদের সময় প্রাইভেট কার ও মাইক্রোবাসে ছিনতাইকারী ও প্রতারণা চক্র থেকে সাবধানে চলাচল করার পরামর্শ ও আইনি সেবা চালু রেখেছেন ফরিদপুর জেলা পুলিশ।
যারা ঈদ করার জন্য দেশের এক স্থান থেকে অন্য স্থানে নিজ বাড়ির উদ্দেশ্য যাবেন, তাদের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই ও প্রতারণার উদ্দেশ্যে মহাসড়কে যাত্রীবাহী বেশ কিছু মাইক্রোবাস/প্রাইভেট কারে যাত্রী বহন করছে। অনেক সময় তারা অল্প ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেবার প্রলোভন দেখায়। সংঘবদ্ধ চক্রটি গাড়ীতে যাত্রী বেশে আগে থেকে উঠে বসে থাকে। সুবিধা মতো স্থানে যাওয়ার পর যাত্রীদের জিম্মি করে সব হাতিয়ে নেয়। এমনও হচ্ছে কোন যাত্রীর কাছে পর্যাপ্ত টাকা না পেলে, ঐ যাত্রীর আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বিকাশ/নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই আগে থেকেই সাবধান,সর্বক্ষেত্রে পাবলিক পরিবহন ব্যবহারের চেষ্টা করুন।
# ক্ষেত্রবিশেষে পাবলিক পরিবহন না পেলে, মাইক্রোবাস/প্রাইভেট কার ব্যবহারের ক্ষেত্রে গাড়িতে উঠার আগেই উক্ত মাইক্রোবাস/প্রাইভেট কারের ড্রাইভারের ছবি ও মোবাইল নম্বর, যাত্রীর ছবি, ২/১ জন যাত্রীর ফোন নাম্বার (সম্ভব হলে) ইত্যাদি যা পারেন আগে পরিবার কে দিয়ে রাখুন।
# যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য নিম্ন লিখিত নম্বরে কল করতে পারেন…* ৯৯৯ (জাতীয় জরুরি সেবা)
* 01320-097345 (সদর সার্কেল)
* 01320097350 (ভাঙা সার্কেল)
* 01320097360 (নগরকান্দা সার্কেল)
* 01320097355 (মধুখালি সার্কেল)
* 01320097614 (ওসি, ডিবি)।
Leave a Reply