কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট পিয়াস চন্দ্র দাস এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী, বিএসটিআই ফিল্ড সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
অভিযান সুত্র জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মেসার্স খাজা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, হাসপাতাল সড়কে আল মদিনা বেকারিকে বিএসটিআই’র অনুমোদন না থাকা ও নিজ ফ্যাক্টরীতে অন্য প্রতিষ্ঠানের পণ্য মোড়কজাত করণের অপরাধে ৩০হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআই’র অনুমোদন না থাকায় আল বেইক বেকারি ও ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট পিয়াস চন্দ্র দাস জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এসময় তিনি সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।
Leave a Reply