লালমোহন (ভোলা) প্রতিনিধি : নদীতে নয়, এবার বাজারে বাজারে অভিযান চালিয়েছে মৎস্য অফিস। মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীর মাছ বিক্রির দায়ে ৬ বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রজাতির অন্তত ৪০ মণ মাছ। পরে আটক ৬ বিক্রেতাসহ জব্দ করা মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুলের কাছে হাজির করা হয়। তিনি ওই ৬ মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান, সামদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply