বার্তা ডেস্ক : পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ- তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বলা হয়েছে- গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে হবে ২১ জুন।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। সেখানে ইভিএম থাকবে না।
তিনি জানান, সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে।
এর আগে, ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই।
অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই।
Leave a Reply