মো:জাহেদুল ইসলাম আল রাইয়ান : সবার মতই আমার রিলেশন ছিল ২/৩বছর হবে ২বছর হয়ে গেছে তার সাথে কোন যোগাযোগ নেই আর চেষ্টাও করি না কষ্ট অনেক হয়েছে এখন ও কষ্ট হয় তবুও করিনি কোন যোগাযোগ হতো আর হবেও না। যাই হোক ব্রেকআপ হওয়াতে যতটা না কষ্ট পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি আমার বিশ্বাসটা ভাংগার জন্য। মিথ্যাগুলো এত সুন্দুর করে গুছিয়ে বলতো মনেই হয়নি এইগুলা মিথ্যা হতে পারে। আর আমি ওরে একটু অন্যরকম ভালবাসতাম কোনদিন রাগ করে বকা দেই নি বাজে কোন কথা বলিনি সম্মান করতাম অনেক।
১১/১২/২০২০ইং রাত ১২ টার সময় আমাদের শেষ কথা। আর কিছুদিন আগে থেকে কথা তেমন হতো না sms ও হতো না। আমি sms দিলে রিপ্লাই দিত না কল দিলে কথা বলতো না অজুহাত দেখাতো। উনার কোন ফোন ছিল না মায়ের ফোন নিয়ে কথা বলতো। দীর্ঘ দু বছর পরে একটা fb আইডি থেকে আমাকে অনেক নক দিয়েছে। এখন তো আমি আর আগের মতো নাই অপরিচত কেউ নক দিলে কথা বলি না। ওই আইডি থেকে বলতেছিল আমার নাকি পরিচিত।তখন আমি বল্লাম কে নাম কি আপনার? সে বল্ল s নামে কাউকে চিনেন তখন আমি চুপ হয়ে গেলাম। আমার হঠাৎ তার কথা মনে পড়লো। তবু আমি উত্তর দিলাম চিনি না। সে আমার পোস্টে অনেক কমেন্ট ও করেছে।সে হঠাৎ বলল আমার পরিক্ষা দোয়া করিয়েন পরে সব কিছু বলবো এই বলে চলে গেল। এর কই একদিন পরে আমার ও পরিক্ষা আমি ও নক দিয়ে বল্লাম আমার পরিক্ষা দোয়া করিও। কোন রিপ্লাই নাই।হঠাৎ দেখলাম আমাকে বল্ক করে দিয়েছে fb থেকে।
পরে যখন বাসায় আছি জানতে পারলাম এখন নাকি সে অনেক বাজে হয়েগেছে অনেক রিলেশন করে এলাকায় ছেলেরা বলে, কিন্ত কেমন যেন আমার বিশ্বাস হয় না। সে ছিল আমার প্রথম লাভ। আমার কতটা কষ্ট হয়ছিল জিবনটা কেমন জানি হয়ে গেছিল তবুও ভাল থাকার ট্রাই করেছিলাম। ওর কথা মনে করতে চাই না আমি কিন্তু মনে একাই আসে আর আমার কষ্টটা বেশি হয় যখন আমি বাসায় আসি।
মানুষ সুইসাইড করে কি জন্য সেটা উপলব্ধি করতে পারেছি আমি তখন। তারে কি বলবো সুখি হোক অনেক আল্লাহপাক ভাল রাখুক তাকে।
Wow, fantastic weblog layout! How lengthy have you ever
been running a blog for? you made blogging glance easy.
The total look of your web site is magnificent, as smartly as the content!
You can see similar: sklep internetowy and here ecommerce