ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাকিব ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানি থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সাকিব ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন।
অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সাকিব ইসলাম তার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে আমাদের খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ওই পুকুরের গভীর পানি থেকে সাকিব ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply