পটুয়াখালী সংবাদদাতা : ভোটার হব নিয়ম মেনে- ভোট দিব যোগ্য জনে’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর নেতৃত্বে এক বর্নাঢ্য রেলি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হুসাইন আহমদ কবির প্রমুখ। এছাড়াও উপজেলার সচেতন ভোটারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply