মোঃশাহাদত হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি : প্রেম প্রত্যাখ্যান ফেরার পথে তাঁর পথরোধ করে ফয়সাল। বাগবিতণ্ডার এক পর্যায়ে ফয়সালের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তানজিলা।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গতকাল সোমবার তানজিলার মা ময়না আক্তার বাসন থানায় ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয়রা জানান, নিহত তানজিলা নীলফামারী জেলার সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর আদানীর মোড় এলাকার তাজুল ইসলামের মেয়ে। তানজিলা চান্দনা চৌরাস্তা এলাকার টি এম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী পদে চাকরি করতেন। অন্যদিকে খুনি ফয়সাল বাগেরহাট সদরের পাতিলাখালি গ্রামের মোঃশহীদুল্লার ছেলে।তানজিলার মা ময়না আক্তার বলেন, আমার মেয়েকে ফয়সাল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। আমার মেয়ে এতটাই লাজুক যে নীরবে এসব সহ্য করেছে। এক পর্যায়ে সহ্যের সীমা অতিক্রম করায় গত বছরের শেষদিকে কারখানা কর্তৃপক্ষের কাছে তানজিলা নালিশ করলে ফয়সালের চাকরি যায়। এর পর থেকে ফয়সাল আমার মেয়েকে আরও উত্ত্যক্ত করতে শুরু করে।
এ নিয়ে কথা কাটকাটির এক পর্যায়ে রোববার রাতে ফয়সাল আমার মেয়ের পেটে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এর আগেই তানজিলার মৃত্যু হয়।
বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, গণধোলাইয়ের শিকার ফয়সালের চিকিৎসা চলছে। সে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
Leave a Reply