লালমোহন (ভোলা) প্রতিনিধি :তজুমদ্দিন উপজেলা শিশু পার্কের উদ্বোধন শেষে শিশুদের সঙ্গে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনসহ অন্যরা। ছবি: বরিশাল ভোলার সেরা নিউজ পএিকা
কোমলমতি শিশুদের জন্য বিনোদনের নতুন ঠিকানা হয়েছে ‘উপজেলা শিশু পার্ক’। বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে এ পার্কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
জানা যায়, পার্কটিতে রয়েছে- বাঘ, হরিণ, ডাইনোসর, সাপ, হাতিসহ নানা ধরনের বেশ কিছু প্রতিমূর্তি ও দোলনা এবং ডলফিন ফোয়ারা। বিনামূল্যে এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপজেলার হাজার হাজার শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পার্কের উদ্বোধন শেষে সৌন্দর্য উপভোগ করছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওনসহ অন্যান্য অতিথিরা।
তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাদির হোসেন রাহিম বলেন, এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমাদের এমপি শাওনের একান্ত প্রচেষ্টায় এ শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি; এর মাধ্যমে শিশুসহ সকল শ্রেণির মানুষের একটি নির্দিষ্ট বিনোদনের স্থান হয়েছে তজুমদ্দিন উপজেলায়।পার্কে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা।
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় তজুমদ্দিনের কোমলমতি শিশুদের চিত্তবিনোদনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পার্কটি স্থাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ আরো অনেকে।
Leave a Reply