মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এরপর সকাল ১০.৩৫ মি. থিসিস কর্ণার এবং ডিজিটাল রিসোর্সেস এক্সেস সেন্টার এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। পরে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি উপাচার্য একটি আলোকিত জাতি গঠনে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শ্ক্ষিক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply