মো মামুন লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহনে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। ছবি: বরিশাল ভোলার সেরা নিউজ পএিকা
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার সকালে ভোলার লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল স্থানে নারীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। যার মাধ্যমে নারীরা হয়েছেন আত্মমর্যাদাশীল। নারীরাও এখন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply