মো : মামুন ভোলা থেকে: ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ৮০ বছরের বৃদ্ধা আনু মাঝি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনু মাঝি উপজেলার শশীভুষন থানার জাহানপুর ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় আনু মাঝি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply