মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সামাজিক অবক্ষয় রোধে ‘মাদকাসক্তি, মোবাইল ইন্টারনেট আসক্তি, জুয়া ও পর্ণ আসক্তি’ প্রতিরোধ করতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় হাই-টেক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল ও পটুয়াখালী ক্লিনিকের আয়োজনে সরকারি জনতা কলেজ অডিটোরিয়ামে অধ্যাপক ডাঃ মেজর ওহাব মিনার(অবঃ) এর মূল বক্তব্য উপস্থাপনায় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রফেসর জহিরুল হক, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব হোসেন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর মোসাঃ লামিয়া বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণির , শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে সভায় মূল বক্তব্য উপস্থাপক ডাঃ ওহাব মিনার বলেন, মাদকের সহজলভ্যতা দূরীকরণ করতে হবে। মসজিদের ইমাম সাহেবরা এবং স্কুলের শিক্ষকরা সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক ভূমিকা নিশ্চিত করতে যার যার অবস্থানে থেকে বার্তা দিতে থাকবেন। তাহলেই এ প্রজন্ম মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা পাবে।
শিক্ষার্থীদের কাছে পর্ণ আসক্তির নেতিবাচক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল ইমরান বলেন, ইন্টারনেটের প্রবাহ থেকে ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। পর্ণ, মাদক,জুয়া আসক্তি এড়িয়ে চলতে পরলেই তোমরাই একদিন সোনার মানুষ হবে।
Leave a Reply