দুমকি,পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পার্সোনাল লোন ও কৃষি ব্যাংকের অন্যান্য সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক পটুয়াখালী মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম পারভীন প্রমূখ।
প্রথমে সদ্য যোগদানকৃত ১৮ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বাংলাদেশ কৃষি ব্যাংক পটুয়াখালী অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের ও দুমকি শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিম কৃষি ব্যাংকের পার্সোনাল লোন, অনলাইন সেবাসহ বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং কৃষি ব্যাংকে লেনদেন করার জন্য সবাইকে আহবান জানান। এ সময় উপজেলার প্রায় ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply