শেরপুরের আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে চলছে এখন জমি তৈরি, বীজতলা উত্তোলন ও চারা রোপণের ধৃম।
জেলা কৃষি সস্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলাসদরসহ ৫ টি উপজেলায় ৯১ হাজার ৮২ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ৭ হাজার কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় ৫ হাজার একর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। মৌসুমের শুরুতেই প্রচন্ড খড়ায় আমন আমন ধানের চারা রোপণে বিগ্নঘটে।
পরবর্তীতে বৃষ্টি হওয়ার সাথে সাথে কৃষকরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পরেছে। মাঠে মাঠে চলছে এখন আমন ধানের চারা রোপণের ঘুম। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শেরপুর খামার বাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবির বলেন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরনের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় বীজতলা প্রস্তুত রাখা হয়েছে।
Leave a Reply