আলী জাবেদ মান্না,বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে মোঃ কবির মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ কবির মিয়া মারা যান তিনি। অভিযুক্তের নাম মোজাম্মেল হোসেন (৩৫)। নিহত কবির মিয়া ও হত্যাকারী মোজাম্মেল হোসেন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
সূত্রে জানা যায়: মোজাম্মেল মিয়া বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কবির মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পেছনের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মোজাম্মেল মিয়া হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছনের দিকে কোপ দেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন কবির মিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply