আলী জাবেদ মান্না বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাংস বিপণন ও প্রক্রিয়াজাতকারীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ২০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশ নেন।আজ(৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার লাখাই উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও হাসপাতাল কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে শুরু হয়।এতে প্রশিক্ষক ছিলেন হবিগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস এবং উপজেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেন। প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, মাংস প্রক্রিয়াজাতকারীদের পশু জবাই ও বিপণন করতে সরকারি বিধিমালা অনুযায়ী প্রাণীসম্পদ দপ্তর থেকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স ব্যতীত এ ধরনের কাজ করলে আইনের আওতায় আনা হবে। নিরোগ ও সুস্থ পশু পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে জবাই এবং বিপণন নিশ্চিত করতে হবে। পশু ও প্রক্রিয়াজাতকারীদের স্বাস্থ্য পরীক্ষাপূর্বক সনদ থাকা বাধ্যতামূলক। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি হাট-বাজারে পশু জবাইখানা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
Leave a Reply