মোঃ রিয়াজুল ইসলাম দুমকি (পটুয়াখালী):
পটুয়াখালীর দুমকিতে ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজে শিক্ষা মন্ত্রালয়ের নির্দেশনা অনুযায়ী একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
বুধবার (১লা ফেব্রুয়ারী) কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় অত্র কলেজের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের এইচ. এস. সি ও এইচ. এস. সি (বিএমটি) শাখায় ভর্তিকৃত একাদশ শ্রেণির সকল বিভাগের ক্লাসের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মো. আহসানুল হক।
এ সময় প্রতিটি বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবাদুল হক ও বাংলা বিষয়ের প্রভাষক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো.আহসানুল হক নবাগত শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দিয়ে বলেন, অযথা সময় নষ্ট না করে বছরের শুরুতেই পড়াশোনা করে সাফল্যের পথে তোমাদের এগিয়ে যেতে হবে।
কলেজে মোবাইল ফোন নিয়ে আসায় নিষেধ জানিয়ে তিনি আরও বলেন, কলেজের শৃঙ্খলা মেনে শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন ও সহপাঠীদের সাথে আপন ভাই-বোনের সম্পর্ক গড়ে তুলে শিক্ষার পরিবেশ বজায় রাখবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের লেকচারার মোহাম্মদ মোশারেফ হোসেন।
এ সময় সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ উপস্থিত ছিলেন।
Leave a Reply