দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে জমিজমার বিরোধের জের ধরে ফুফু মিনারা বেগম(২৬) কে পিটিয়ে জখমের মামলায় অভিযুক্ত ভাতিজা সাগর আহম্মেদ ওরফে সাবু(৪২) কে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
মঙ্গলবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি এলাকার নিজ বাড়ি থেকে সাবুকে গ্রেফতার করা হয়। মামলার অপর ২ আসামি ভাতিজা সাইফুল ইসলাম(৩০) ও ভাতিঝি কামরুন নাহার ওরফে শাবানা(৩০) পালাতক রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী এলাকার মিনারা বেগম বাবার বাড়ির সাথেই নিজে জমি ক্রয় করে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করেন। মিনারা’র ভাই এমদাদ হাওলাদারের সাথে তার গত ৩-৪ বছর ধরে পৈত্রিক জমি জমা নিয়ে বিরোধ চলমান। ডায়বেটিস রোগী মিনারা বেগম নিয়মিত হাটার রুটিন মোতাবেক ১৮ তারিখ (বুধবার) আসরের নামাজের পর হাটতে বের হন। এমদাদ হাওলাদারের বাড়ির ওপর দিয়ে রাস্তার দিকে হেটে যাওয়ার সময় তাদের উঠানে পূর্ব থেকে ওত পেতে থাকা ভাতিজা শাবু, সাইফুল ও শাবানা ফুফুর ওপর অতর্কিত হামলা চালিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে নীলা ফুলা জখম করে। আহত মিনারাকে উদ্ধারে তার ছোট মেয়ে নূসরাত জাহান ইভা(১৯) এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাড়ির লোকজন আহত মিনারা ও ইভাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ২৩ জানুয়ারি মিনারা বেগম বাদি হয়ে ভাতিজা শাবু, সাইফুল ও ভাতিঝি শাবানকে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, বুধবার দুপুরে শাবুকে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারনামীয় অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply