গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২, চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য “ নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।“ এরই অংশ হিসেবে আজ কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস এবং নাগেশ্বরী উপজেলা মৎস্য অফিসের
সহযোগিতায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার স্থানীয় মাছ চাষিদের নিয়ে মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান এবং মাটি ও পানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় প্রায় ১০০ জন মৎস্য চাষি উপস্থিত থেকে উক্ত পরামর্শ সেবা গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ
।
জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায় মাছ চাষিদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার এবং সম্ভাবনার কথা শুনেন এবং তাদেরকে কিভাবে মাছ চাষে লাভবান হওয়া যায় এবং পুকুর ওবং জলাশয়ের পানি পরীক্ষা করার উপায় হাতে কলমে দেখিয়ে দেন। এছাড়াও তাদের মাঝে পুকুর এবং জলাশয়ের পানি পরিষ্কার করার ঔষধ বিতরন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদানের পাশাপাশি মাছ চাষিদের উন্নয়নে অথবা যেকোনো প্রয়োজনে
সবসময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি ভুরুঙ্গামারি উপজেলায় স্থানীয় ইউনিয়ন মৎস্য প্রকল্প প্রদর্শনী, কার্পনার্সারি নমুনায়ন, এবং মৎস্য খাদ্য দোকান পরিদর্শনসহ উপজেলা কর্মকর্তাদের নিয়ে মাটি ও পানি পরীক্ষা প্রদর্শন করেন।
Leave a Reply