দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ সরকারি কলেজের হলরুমে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি তানভীর আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আকতার বৃষ্টি, বীরগঞ্জ থানার তদন্ত ওসি ময়নুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি রতন ঘোষ পিযুষ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মনজুরুল ইসলাম মানিক, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি কার্তিক ব্যানার্জি।
অনুষ্ঠানের শুরুতে বীরগঞ্জ সরকারি কলেজ হইতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন এবং বীরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা করা হয়।
অনুষ্ঠান শেষে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে, চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।
Leave a Reply