ঢাকা ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে পলি আক্তার ৩০ নামে এক গৃহবধূকে চাপাটি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ২১ জুলাই দুপুরে ধামরাই পৌরসভা কমিশনার মোর এলাকাই এই ঘটনা ঘটে। পরে ২৩ জুলাই রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধানাই একটি মামলা দায়ের করেন।গ্রেফতার সাজ্জাদুর রহমান ও ইব্রাহীম ধামরাই পৌরসভা এলাকার মোড়ের আবু সাইদের ছেলে। অভিযুক্তরা হলেন – ধামরাই ছয়বাড়িয়া এলাকার আবু সাইদের ছেলে সাজ্জাদুর রহমান ও ইব্রাহিম,থানা রোডের কমিশনার মোড়ের হযরত আলী ফজলুল হকের ছেলে এনায়েত,পারভেজ।
স্থায়ী সূএে জানা জায় অভিযুক্তদের সাথে ভুক্তভোগীর পরিবারের সাথে পূর্ব শত্রুতা ছিল।
Leave a Reply