মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধিঃ
ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লেবিসন চিরান ( ৩৩) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক লেবিসন চিরান ওই গ্রামের উকিন্দ্র মারাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে লেবিসন চিরান বুধবার দুপুর আড়াই টার দিকে বাড়ীর দক্ষিণ পাশে পুকুর থেকে সবজি ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়।
আহত লেবিসন চিরানকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply