আলী জাবেদ মান্না , হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাইয়ে ২ কেজি গাঁজাসহ হুমায়ূন মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা টিম। আটককৃত ব্যক্তি লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মন্নাফ এর ছেলে। সূত্রে জানা যায়,(২০ ডিসেম্বর) মঙ্গলবার হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে হুমায়ূন মিয়া বসতঘর থেকে ২ কেজি গাঁজা সহ তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া। আটক ব্যক্তির বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply