আলী জাবেদ মান্না , হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাটস্থ সাতছড়িতে বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণি হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বন্য প্রাণি ব্যবস্থাপনা ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। (১৭ ডিসেম্বর) শনিবার দুপুরে চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরিতে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক মির্জা মেহেদী সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাখি বিশারদ, লেখক ও বাংলাদেশ বার্ড ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এনাম আল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জুনাইদ আহমেদ এবং গীতা পাঠ করেন রূপক দেবনাথ।প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. বাহার উদ্দিন, এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয়, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস.এম.খোকন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, সমকাল এর প্রতিনিধি মো. আইয়ুব খান। অনুষ্ঠানের প্রধান অতিথি এনাম আল হক বলেন, বন্য উদ্ভিদ ও প্রাণিকূল একে অন্যের পরিপূরক এবং উভয়ের সুস্থভাবে বেঁচে থাকার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। বন্য প্রাণি ও বনভূমি ক্ষতিগ্রস্ত হলে মানব সভ্যতা হুমকিতে পড়বে। তাই বনভূমি ও বন্যপ্রাণি রক্ষায় ও এদের বেঁচে থাকার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস এর বিকল্প নেই। প্রশিক্ষণে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ। প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জ এর ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী।
Leave a Reply