আলী জাবেদ মান্না , হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে দৈনিক ইনাতগঞ্জ বার্তা অফিসে সদ্য নিয়োগ পাওয়া জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো: আলী হোসেনকে জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকার নিজস্ব সংবাদদাতা আব্দুল-কাইয়ূম মুক্তালোক পত্রিকার পরিচয় পত্র প্রধান করেন।(১৭ ডিসেম্বর ) বিকেলে দৈনিক ইনাতগঞ্জ বার্তা অফিসে জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাংবাদিক আব্দুল কাইয়ুম পরিচয় পত্র তুলে দেন আলী হোসেনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ,জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সময়ের আলো পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মো: আলী জাবেদ মান্না , হবিগঞ্জ জেলা শ্রমিক সংগঠনের সাবেক সাধারন-সম্পাদক মো: জাকির হোসেন সোবহান, ইনাতগঞ্জ বাজারের ব্যাবসায়ী মো: জসিম উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সরকার মিয়া ,সাগর আহমেদ প্রমুখ। এসময় জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাংবাদিক আব্দুল কাইয়ুম বলেন , সাংবাদিকদের কাজ হল নির্বিঘ্নে অনুসন্ধানী প্রতিবেদনসহ সমাজের বিভিন্ন স্তরের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরা সেই সাথে সদ্য নিয়োগ পাওয়া মুক্তালোকের ষ্টাফ রিপোর্টার আলী হোসেনকে অভিনন্দন জানান তিনি। নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আলী জাবেদ মান্না বলেন , সাংবাদিকরা হলেন জাতির বিবেক সেইজন্য সাংবাদিকদের কাজ হল দূর্নীতিবাজ ও অন্যায়কারীদের বিরুদ্ধে সত্যের পক্ষে কলম চালিয়ে যাওয়া।
Leave a Reply