খুলনার রূপসায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির এক জরুরী সভা গত ২৫ জুলাই সকাল ১০ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সমিতির সভাপতি মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ তসম্পাদক মোঃ ইলিয়াস শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মজিদ ফকির, আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ মোঃ আকরাম হোসেন,
সদস্য ফ. ম আব্দুস সালাম, মোঃ শওকত আলী, মোঃ মুজিবর রহমান, মনোরঞ্জন সরকার, মোছাঃ রমেসা বেগম, নাসরিন আক্তার, চায়না বেগম, উপ-কমিটির সভাপতি ফ,ম,আইয়ুব আলী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজির শেখ, খলিল খান প্রমুখ।
সভায় আলোচনা হয় ২০২১-২২ অর্থ বছর অডিট প্রসঙ্গে, খালের পানি সরবরাহের প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগসহ বিবিধ আলোচনা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় খালের মধ্যে অবৈধ গুটোজাল পেতে যারা পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে মাইকিং করা।
এবং তিন দিনের মধ্যে গুটোজাল উঠিয়ে খাল পরিষ্কার না করে দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান হয়।
Leave a Reply