পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
প্রতিযোগিতায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে। পবিপ্রবি খেলার মাঠ ও পটুয়াখালী পি ডি এস মাঠে একযোগে খেলা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রধান অতিথি’র বক্তৃতায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই খেলাধুলার চর্চা করতে হবে এবং শারিরীক গঠন ঠিক রাখতে ও সুস্থতার জন্যও ক্রীড়া চর্চা অত্যাবশকীয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও বিভিন্ন বিশবিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply