লালমনিরহাট,কুড়িগ্রাম,গাইবান্ধা, রংপুর,গোবিন্দগঞ্জ সহ কয়েকটি জেলায় ভূয়া কোম্পানি ও লাইসেন্স দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে মামলা হামলার ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে প্রতারক রফিক।
ঘটনাটা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ ব্যবসার নাম করে সে পণ্য দিলেও সেসব পণ্য ভেজাল ও বাজারজাত করার সাথে সাথেই নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এতে করে তার সাথে যোগাযোগ করা হলে সে উল্টো ভয় দেখিয়ে কর্মীদের টাকা ফেরত দিতে টালবাহানা করেই যাচ্ছে। এতে করে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক রফিক।
সরেজমিনে গিয়ে দেখা যায় কর্মীদের গোডাউনে দোকানদারের ফেরত লক্ষ লক্ষ টাকার ভেজাল পণ্য নষ্ট অবস্থায় পরে আছে। অথচ এসব ভেজাল পন্য কোম্পানিকে ফেরত দেয়ার নিয়ম থাকলেও কোম্পানি সেগুলো ফেরত না নিয়ে উল্টো কর্মীদের পণ্যের টাকার জন্য মামলা ও বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে চলছে।
অথচ কর্মীদের অভিযোগ, কোম্পানির মাধ্যমে রফিক অফিসে বসেই কর্মীদের কাছে নেয়া লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করছে।
এবষয়ে সেলস কর্মী প্লাবন জানান, কোম্পানির রফিক আমাকে ও অন্যান্য কর্মীদের টাকা পয়সার হিসেব না দিয়ে উল্টো আমার কাছেই ১০ লাখ টাকা দাবী করেছে।আমি টাকা ফেরত চাইলে উল্টো আমাকে মামলা দেয়ার হুমকি দিচ্ছে। আমরা সবাই এখন দিশেহারা। জমি বন্ধক রেখে টাকা দিয়ে এখন সেই টাকা ফেরত চাইতে গিয়ে মামলার হুমকিতে দিন পার করছি আমরা। টাকা ফেরত না দিলে, আমরা ৬ টি জেলার কর্মীরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এসব অভিযোগের বিষয়ে কোম্পানির রফিক এর সাথের যোগাযোগ করা হলে তিনি জানান এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। আমি কর্মীদের কাছে টাকা পাবো।টাকা না দিলে মামলা করে দিব। আশাকরি খুব তারাতারি ব্যবস্থা গ্রহণ হবে।
Leave a Reply