পটুয়াখালীর দুমকিতে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির টেস্ট পরীক্ষা প্রশ্নফাঁস করে প্রাইভেট শিক্ষার্থীদের টিউটেরিয়াল পরীক্ষা গ্রহণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। ২৯ অক্টোবর সময়ের আলো পোর্টালে ‘টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস করে প্রাইভেট শিক্ষার্থীদের দিলেন শিক্ষক’-এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পর দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান স্কুল পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার সত্যতা পান।
পরবর্তী সময় জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযুক্ত শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে অনুরোধ জানান। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনার সত্যতা পেয়েছি। ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর একটি রিপোর্টও দিয়েছি এবং বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবরে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সকল ডকুমেন্টস পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২৫ অক্টোবরের স্থগিত থাকা ইংরেজি বিষয়ের পরীক্ষা শুক্রবার নেওয়া হয়। ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. হাবিবুর রহমান তার প্রাইভেট শিক্ষার্থীদের পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র দিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে অন্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
Leave a Reply