নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহে শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২
উপলক্ষে কুড়িগ্রামে প্রায় ৩০০ জন মৎস্য চাষিদের নিয়ে সকাল ১০.৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি বের হয়। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ০২ আসনের সংসদ সদস্য, জনাব পনির উদ্দিন আহমেদ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, সদ্য এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত জনাব সৈয়দা জান্নাত
আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজীউল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ আল যোবায়ের মুকুল, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা ইসমত আরা। এসময় বক্তারা কুড়িগ্রাম জেলার মৎস্য চাষ বৃদ্ধি, জাটকা নিধন, জলমাহাল রক্ষা, সহ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন। কুড়িগ্রাম জেলার মাননীয় সংসদ সদস্য সরকারের নেয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নতুন করে মৎস্য চাষির উন্নয়নে নতুন নতুন প্রকল্প নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মৎস্য চাষিদের মধ্যে থেকে কয়েকজন তাদের বিভিন্ন সমস্যার এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।পরে কুড়িগ্রাম জেলার মৎস্য চাষীদের মধ্যে সেরা তিন জন মৎস্য চাষিকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রাদান করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহে -২০২২ উপলক্ষে কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহন করেছেন।
Leave a Reply