তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ শপথ নিয়ে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে বিভিন্ন ব্যানার ফেষ্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র্যালী থানা প্রাঙ্গন থেকে বেরিয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে এসআই নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মো. রায়হান কবির,সিনিয়র সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল সাহিদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,ইউপি সদস্য জয় রায়,তুজাম্মিল হক নাসরুম,সাংবাদিক শওকত হাসান,শঙ্কর চন্দ,আবিকুল ইসলাম আবির প্রমূখ।
Leave a Reply