আলীকদম ১ নং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের আমতলী পাড়ার বাসিন্দা মোঃ আনোয়ারুল ইসলাম মামুন। তিনি বান্দরবান সরকারী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র। তার পিতার নাম, মোঃ নুরুল ইসলাম(৫৫) মাতার নাম, মোছাঃ খালেদা বেগম (৪৫) তিনি পরিবারের একমাত্র সন্তান। তিনি দীর্ঘ দিন যাবৎ পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকুরী করতেন।
তার পিতা উপার্জন করতে অক্ষম হওয়াতে পরিবারের যাবতীয় সাংসারিক খরচ তিনি বহন করেছেন। সম্প্রতি, তার মাতা খালেদা বেগম(৪৫) জরায়ু ক্যান্সারে আক্রান্ত হলে তিনি উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যান। দীর্ঘ ৪ মাস চিকিৎসায় প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করেছেন। যার মধ্যে তিনি ৬ লক্ষ টাকা ঋণ করেছেন। এখন তার শেষ সম্বল মাকে বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি আগামী ১০ বছরের জন্য নিজেকে শ্রমিক হিসেবে যেকোনো কোম্পানিতে নিজেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছন।
মায়ের চিকিৎসার জন্য সে কি করছেন তা এখন চোখে পড়ার মতো। চট্টগ্রাম পার্ক ভিউ হসপিতাল, চট্টগ্রাম মিরর হসপিতাল চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নর্থ ইস্ট ক্যান্সার হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মোঃ মামুন।
তার সাথে মুঠোফোনে কথা বললে, দৈনিক সময়ের আলো ২৪ ডটকম কে বলেন,
আমি করো কাছে ভিক্ষা চাচ্ছি না। আমি আগামী ১০ (দশ) বছরের জন্য শ্রমিক/কামলা হিসেবে নিজেকে বিক্রি করতে সিদ্ধান্ত নিয়েছি। যেকোনো বৈধ কাজই আমি করতে পারবো ঈনশাআল্লাহ।
এখন আমার প্রশ্ন? আমারা কি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পরিনা! লক্ষণীয় যে, কতটুকু অপারগ হলে একজন সন্তান এমন সিদ্ধান্ত নিতে পারে! আসা করবো সবাই মানবিক দৃষ্টিতে সাহায্য হাতকে প্রসারিত করুন। তার পার্সোনাল বিকাশ / নগদ নাম্বারঃ 01321199628।
Leave a Reply