বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ শনিবার (৮ অক্টোবর) বিকেলে পিসিএনপি বান্দরবান জেলা শাখার আয়োজনে সদর ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়ায় ও মন্দিরে এইসব শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।এছাড়াও বিভিন্ন বৌদ্ধ মন্দির (কিয়াং) এর ধর্মীয়গুরু (ভান্তে) গণের সাথে পিসিএনপি নেতারা কুশলাদি বিনিময় করেন।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিএনপির মহাসচিব আলমগীর কবির, বান্দরবান জেলা পিসিএনপির সি.সহ সভাপতি আবুল কালাম,জেলা সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন,পৌর সভাপতি সামছুল হক সামু,পিসিএনপি নেতা কাজী ইকবাল মাহমুদ, নুরুল আফসার,মনির হোসেন ও মিজানুর রহমান আখন্দ।
শুভেচ্ছা উপহার বিতরণকালে কাজী মোঃ মজিবর রহমান বলেন, বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা।আপনাদের উৎসব আরও প্রাণবন্ত হউক সেই লক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই শুভেচ্ছা উপহার বিতরণের আয়োজন করেছে।ভবিষ্যতেও আমাদের এই ধরনের আয়োজন চলমান থাকবে।এছাড়াও তিনি পার্বত্য জননী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত সকলের কাছে আশির্বাদ কামনা করেন।
Leave a Reply