বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে দ্রুত অপসারণ এবং ভূমি রেজিষ্ট্রেশন হয়রানি বন্ধসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।এর আগে হোটেল হিলবার্ড চত্বরে গণজমায়েত হয়ে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়।মিছিলটি হিলবার্ড চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেচ্ছাচারীতার কারণে দ্রুত অপসারণ করতে হবে,১৯০০ সালের হিলট্যাক্ট ম্যানুয়েল বাতিল করা,ভূমি রেজিষ্ট্রেশন হয়রানি বন্ধ করা,অতিরিক্ত পৌরকর আদায় বন্ধ করা,প্রত্যাহারকৃত সেনাক্যাম্প সমূহ পুনঃস্থাপন করা, জেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণ করা ও ৭ উপজেলার মডেল মসজিদগুলোর নির্মান কাজ দ্রুত সমাপ্ত করা সহ ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট আহবান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।জনাব আব্দুস শুক্কুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দিন, ইকবাল মাহমুদ,নুরুল আলম, এরশাদ চৌধুরী,মিজানুর রহমান আখন্দ,সামছু উদ্দিন,সামছুল হক সামু,নুরুল আবছার,মনিরুল ইসলাম,শাহ জালাল সহ বান্দরবানের সচেতন নাগরিক সমাজ।
Leave a Reply