বান্দরবানের আলীকদমে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আনা ট্রফি (কাপ) ভেঙে ফেলেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ইউএনও মেহরুবা ইসলাম। খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত জনতা ইউএনওকে কটুক্তিমূলক কথা বলে। ইউএনও জনসাধারণের কথায় অসন্তোষ্ট ও ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।
ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে এসে ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি (কাপ) ভেঙে ফেলায় উপস্থিত দর্শকরাও ইউএনএর ওর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম বলেন, খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে বলেন, খেলায় তিন গোল চার গোল তারা মানে না। তখন আমি আবারও খেলতে বলি। কিন্তু তারা বিষয়যটি নিয়ে হৈচৈ শুরু করে ও ট্রফি নেবে না বলেই জানায়। প্রয়োজনে ট্রফি ভেঙ্গে ফেলতে বলেন। আমি পরিস্থিতি সামলি দিতেই ট্রফি ভেঙ্গেছি।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ ঘটনায় দূঃখ প্রকাশ করে বলেন, একজন নির্বাহী কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন না। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। তিনি ট্রফি না ভেঙ্গে সেগুলো নিজের কাছে রেখে পরবর্তী পদক্ষেপ নিতে পারতেন।
সমাপনী খেলার বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, সমাপনী খেলার প্রথমে দুই দল ৩৫ মিনিট করে ৭০মিনিট খেলার পর কোনো দল গোল করতে না পারায় রেফারির সিদ্ধান্ত অনুযায়ী দুই দলকে টাইব্রেকার খেলার সিদ্ধান্ত দেওয়া হয়। ট্রাইব্রেকারে আবাসিক জুনিয়র একাদশ দল এক গোলে জয় লাভ করে এবং রেপার পাড়া একাদশ রানার্স আপ হয়। এটা নিয়ে হট্টগোল শুরু হলে ইউএনও উপস্থিত জনসাধারণকে শান্ত করার জন্য বলেন, খেলায় হার জিত থাকবে, এতে কারো মন খারাপের কারণ নেই। তিনি তখন জনসাধারণের কাছে খেলার ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে কয়েকজন খেলার ফলাফল মানি না বলায় ইউএনও ক্ষিপ্ত হয়ে খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ কাপ (ট্রফি) ভেঙে ফেলেন।
পরবর্তীতে আজ ২৪ সেপ্টেম্বর (শনিবার) ইউএনও মেহেরুবাকে অপসারনের দাবিতে বেলা ৩ টায় আলীকদমের সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল করেছে।বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে জনগণ পুলিশের বাধা অতিক্রম করেই বিক্ষোভ মিছিল করেছে।
Leave a Reply