বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে ইকোসেক প্রকল্পের আওতাধীন জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কাজের অনুকূলে বান্দরবান লামা সদর ইউনিয়নের মেউলারচর কমিউনিটির ১২৯ পরিবারের মাঝে ৩০ হাজার টাকা করে নগদ (চেক) ৩৮ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং, এমপি।
শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে লামা সদর ইউনিয়ন পরিষদ মাঠে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,পার্বত্য জননী ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সর্বাঙ্গীন উন্নতি তথা পাহাড়ের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট আন্তরিক।রেড ক্রিসেন্ট এর অর্থনৈতিক উন্নয়নের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে তিনি বলেন,বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আইসিআরসির অর্থায়নে গরীব অসহায়দের (উপকারভোগী) মাঝে চেক প্রদান অত্র অঞ্চলে উন্নয়নের একটি অন্যতম সুফল দৃষ্টান্ত।রেড ক্রিসেন্টের সকল সদস্য ও সেচ্ছাসেবকদের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ডেরও মন্ত্রী প্রশংসা করেন।
এসময় বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে ৬কোটি ৩লক্ষ টাকা ব্যয়ে সদ্য সমাপ্তকৃত ইয়াংছা রাম মন্দিরের জন্য রাস্তা ও কক্ষ সম্প্রসারন, গর্জনিয়া আর্মি ক্যাম্পের সংযোগ সড়ক, মার্কাজ মসজিদ কমপ্লেক্স ভবন, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, মর্ডান হাইস্কুলের ছাত্রাবাস ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ক্লাব ঘরসহ ৬টি উন্নয়ণ কাজের উদ্বোধন করেছেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগের পরিচালক মোঃ বেলাল হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। এছাড়াও লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, সহকারী পুলিশ সুপার রেজা সরোয়ারসহ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply