খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি”র পৃথক পৃথক ২টি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য সহ অবৈধভাবে পাচার কালে বিভিন্ন প্রকার গোল কাঠ আটক করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক সময় ০২৪০টায় ৪৩ বিজিবি”র অধিনস্থ বাগানবাজার বিওপির একটি টহল দল ফেনী নদীর কুল সুজামিয়া চর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করা হয়, বিজিপির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে টহল দল সুত্রে জানা গেছে।
এদিকে গত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপির একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অধিনস্থ হেয়াকো বিওপির পশ্চিম গজারিয়া নামক স্থান থেকে মালিকবিহীন বিভিন্ন প্রকার গোলকাঠ উদ্ধার করেন।
রামগড় ৪৩ বিজিবি “র টহল দল সুত্রে জানা গেছে আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্টি করা হয় এবং পরবর্তীতে ধ্বংস করার জন্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে, আটককৃত মদের মূল্য ৩৯,হাজার টাকা।এবং বিভিন্ন প্রকার গোলকাঠ হেয়াকো বনবিট অফিসে জমা করা হয়েছে,যার সিজার মূল্য ২৭হাজার টাকা।
রামগড় ৪৩ বিজিপির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্তে অবৈধ কোন ধরনের অপরাধ কার্যক্রম চলতে দেওয়া হবে না।
Leave a Reply