ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ৭ পরীক্ষার্থী কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পালিয়ে গেছে। তারা সবাই উপজেলার হোসেনগাঁও দাখিল মাদরাসার শিক্ষার্থী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, পরীক্ষা চলাকালীন আমরা জানতে পারি কয়েকজন শিক্ষার্থী ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছেন।
খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়। আমরা তাদের নকল রেজিস্ট্রেশন কার্ডসহ অন্য কাগজগুলো নিয়ে এসেছি। এই শিক্ষার্থীরা এ বছর আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আগামীকাল ওই প্রতিষ্ঠানের প্রধানকে ডাকা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply