ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত ১২ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ, তারই ধারাবাহিকতায় ভাঙ্গার ছাত্রলীগের একটি অংশ অদ্য(১৫ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০মিনিটে উক্ত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে।
বক্তারা বলেন, রাতের অন্ধকারে পকেট ভারি করে অযোগ্য, বিবাহিত, চাকরিজীবি, অছাত্র এবং বিএনপি ও জামায়াতের লোকজনকে প্রাণের সংগঠন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগে জায়গা করে দিয়েছে। যারা কমিটি করেছেন তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তব্যে আরো বলেন,২৪ ঘন্টার মধ্যে কমিটি ভেঙ্গে পূনরায় কমিটি করতে হবে, অন্যথায় বড় আকারে মানববন্ধনের ডাক দেওয়া হবে।
উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান আশিক,সাবেক সহ-সভাপতি ভাংগা উপজেলা ছাত্রলীগ আল-আমিন, সাবেক সাংগঠনিক ভাংগা উপজেলা ছাত্রলীগ কামরুল ইসলামসহ প্রমূখ।
ভাঙ্গা মহাসড়কে ২-৩মিনিট অবরোধ করে তারা মানববন্ধন করেন। এসময় পুলিশের একটি টিম যানবাহন সহ মানুষের নিরাপত্তায় কাজ করেন।
প্রতিবাদ ও মানববন্ধনটি ভাঙ্গা মহাসড়ক দিয়ে প্রদক্ষিণ করে উপজেলার সামনে গিয়ে শেষ করে
Leave a Reply