নওগাঁর রাণীনগর থানাপুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারী দম্পতিসহ চারজনকে আকট করেছে। অভিযানে নেশাজাতীয় ৭৩পিস (বুপ্রেনরফিন) ইনজেকশন ও ৮০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,সোমবার দিনগত রাত ১১টা নাগাদ উপজেলার আতাইকুলা ২নং স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলাম (৩২) ও মিথুন হাসান (৩২) কে ৮০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক নুর ইসলাম আত্রাইকুলা গ্রামের আনছার আলীর ছেলে এবং মিথুন একই গ্রামের মাজিদুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া সোমবার সন্ধায় নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর খলিলুর রহমান রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শিপন আলীর বাড়ী তল্লাশী করে ৭৩পিস নেশাজাতীয় (বুপ্রেনরফিন) ইনজেকশন উদ্ধারসহ শিপন (২১) ও তার স্ত্রী মেরিনা বেগম (২০)কে আটক করে। এরপর রাণীনগর থানাপুলিশে সোপর্দ করে একটি মাদক মামলা রুজু করেছেন।
Leave a Reply