ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছলিলদা গ্রামের দেলোয়ার মোল্ল্যার জায়গায় জোরপূর্বক ঘর তোলার জন্য বালি ভরাট ও গাছ কেটে ফেলার অভিযোগ করেন।
দেলোয়ার মোল্ল্যা বলেন, আমার বসতবাড়িতে মোট ৪২ শতাংশ জায়গার মধ্যে ১৮.৭৫শতাংশ জায়গা আমি পৈত্রিক সূত্রে পাবো। বিবাদীগন আমাকে মাত্র ৮শতাংশ জায়গা দেয় এবং বাকি জায়গা জবর দখল করে রাখে। এছাড়া মসলেম মোল্লা গংরা ডাঙ্গাবাজ প্রকৃতির লোক। এরা দল-বল নিয়ে সঙ্গবদ্ধ হয়ে আমার উপর হামলা করতে আসে।
আমি নিরুপায় হয়ে কোর্টে ১৪৪/১৪৫ ধারা মামলা করি ২৯ আগস্ট ২০২২খ্রিঃ যাহার স্মরক নং-১৫৪৪।
অন্যদিকে মসলেম মোল্লার ঘরের কাজ বন্ধ করার জন্য থানা থেকে পুলিশ আসেন এবং কাজ করতে মানা করে যায়। কিন্তু তারাতো শুনেই না বরং ঘরের কাজসহ গাছ কেটে ফেলাইছে। আমি সরকার সহ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে মসলেম মোল্লা ও তার স্ত্রী সাংবাদিকদের এই ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।
চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্যা বলেন, আমি চেষ্টা করবো মিমাংসা করে দিতে।
ভাঙ্গা থানার এ এস আই রাকেশ বলেন, কোন ভাবেই কাজ করার কথা না। তাছাড়া আমাকে বাদী পক্ষ কোন কল বা ইনফেরমেশন দেয়নি। কোর্ট অপমান কারিকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply