1. admin@dailysomoyaralo24.com : admin :
বান্দরবানে সরকারী চাল পাচারের সময় ৩০০ বস্তা চালসহ ট্রাক জব্দ,আটক-১ দৈনিক সময়ের আলো ২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সময়ের আলো টোয়েন্টিফোর ডটকম পত্রিকায় আপনাকে স্বাগতম। সাংবাদিক  গোলাম কিবরিয়ার সম্পাদনায় আমরা সত্যসন্ধানে প্রতিজ্ঞাবদ্ধ, অপরাধ - অনিয়ম-ঘুষ সন্ত্রাস চাঁদাবাজ ও ভূমি দস্যূের সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে জানান আমরা তা তুলে ধরবো জনতার স্বার্থে  ধন্যবাদ।  ভিজিট করুন www.dailysomoyaralo24.com
শিরোনাম :
ঠাকুরগাঁও ইএসডিওর গেইমচেঞ্জার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত লাউ চাষে সফল উদ্যোক্তা তৌহিদ কাহারোলে ভ্রাম্যমান আদালতে সার ডিলারকে জরিমানা ঠাকুরগাঁও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউএনও’র অব্যবস্থাপনায় বিজয় দিবস অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের সিরাজগঞ্জের সলংগায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাহারোলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ডেপুটি পুলিশ কমিশনার পদে যোগদান করছেন মো: শফিকুল ইসলাম শফিক গাজীপুর শিল্প নগরী টঙ্গীতে ঐতিহ্যবাহী অলিম্পিয়া টেক্সটাইল মিলের ২৩তম বার্ষিক সাধারণ সভা

বান্দরবানে সরকারী চাল পাচারের সময় ৩০০ বস্তা চালসহ ট্রাক জব্দ,আটক-১

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবানে ৩০০ বস্তা সরকারী চাউল ট্রাক‌যো‌গে পাচারের সময় চাউলসহ এক‌টি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৯৩৪৪) জব্দ করা হ‌য়ে‌ছে। এসময় মোঃ জিকু আহমেদ(৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কা‌ছে সোপর্দ ক‌রে‌ছে বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।

আজ ৮ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত সোয়া ১২টায় বান্দরবান সুয়ালক এলাকার জেলাপরিষদ টোল পয়েন্টে এই ঘটনা ঘটে।আটককৃত ব‍্যক্তি বান্দরবান বাজা‌রের চাউল ব‌্যবসায়ী মোহাম্মদ আলীর একান্ত সহকারী।

স্থানীয়রা জানায়, বান্দরবান বাজারের চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী আইন- শৃংখলা বাহিনীর রেশ‌নের চাউল নিলামের মাধ‌্যমে ক্রয় দে‌খি‌য়ে দীর্ঘদিন যাবত এই ধরনের পাচার ক‌রে আস‌ছে।কোথায়ও তাকে কেউ চেক করেনা। বুধবার দিবাগত রা‌তে এভা‌বেই আইন শৃংখলা বাহিনী তথা সেনাবাহিনীর নিলা‌মের একটি ক‌াগজ দেখি‌য়ে প্রতি‌টি ৫০‌কে‌জি ওজ‌নের ৩শ বস্তা (১৫টন) চাল নি‌য়ে ট্রাক যো‌গে বান্দরবান থে‌কে চট্টগ্রাম যাচ্ছিল। অথচ এইগুলো সেনাবাহিনীর চাউল নয় এমনকি এইসব চাউলের ব‍্যাপারে সেনাকর্তৃপক্ষ কিছুই জানতেননা। স্থানীয়‌দের স‌ন্দেহ হ‌লে তারা ট্রাক‌টি সুয়ালক টোল প‌য়ে‌ন্টে আটক ক‌রে জেলা প্রশাসন, পু‌লিশ ও সাংবা‌দিক‌দের খবর দেয়। খবর পে‌য়ে জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট অ‌ভিযান চালায়।পাচারকারী তৎক্ষনাত সঠিক কাগজপত্র দেখাতে না পারায় এবং আইন শৃংখলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাউল পাচার করার অপরাধে ট্রাকসহ চাউল জব্দ ক‌রে পু‌লিশ‌কে সোপর্দ ক‌রে। স্থানীয়রা আরে‌া জানায়, এভা‌বে আইন শৃংখলা বাহিনীর নাম ভা‌ঙ্গি‌য়ে এরআগেও চাউল ব‍্যবসায়ী মোহাম্মদ আলী প্রায় ১৫ /২০ ট্রাক চাল রা‌তের আঁধা‌রে জেলার বাইরে বিক্রির উদ্দেশ্যে পারাপার ক‌রেছে।

এবিষয়ে মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, চাউল গুলো বিজি‌বি থেকে একমাস আগে নিলা‌মের মাধ‌্যমে নেয়া এবং এগুলো বি‌ক্রির উদ্দে‌শ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। টোল পয়েন্টে ও স্থানীয়দের কাছে আমার সহকারী ভুলে সেনাবাহিনীর কথা বলে ফেলেছে।

এ বিষ‌য়ে জেলা প্রশাস‌নের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস জানান, সরকারি চাউল পাঁচারের অভিযোগে সুয়ালক টোল প‌য়ে‌ন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে উপযুক্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩শ বস্তা (১৫টন) চালসহ এক‌টি ট্রাক জব্দ ও একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে দেখা হবে। এ বিষ‌য়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানান তি‌নি।

স্থানীয় ব‍্যবসায়ী উখাই মং মার্মা জানান,পার্বত্য জেলা সমূহে ধান চাষ ও চালের উৎপাদন এমনিতেই কম হয়। তার উপর সিন্ডিকেটের কারনে বাজারদর উর্ধ্বগতি।সারাদেশে চাউলের বাজার স্বাভাবিক রাখতে সরকার ওএমএস কার্যক্রম চলমান রেখে সাধারণ মানুষের ক্রয়সাধ্য আয়ত্বে রাখার কাজ করছেন।এই বাস্তবতায় কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা দ্বিগুন করতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।এদের বিরুদ্ধে শাস্তির ব‍্যবস্থা নেয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা