সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্দ্যেগে নারায়নগঞ্জ পুলিশের গুলিতে নিহত নুর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে চট্রগ্রাম কাজের দেউরি চত্বরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, মোনায়েফ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ শাহেদ সহ, চকবাজার, কতোয়ালী, মুরাদপুর, চাঁদগাঁও, রাহাত্তারপুল, আগ্রবাদ, বাকলীয়া, জিইসি, হলিশহর, পাচঁলাইশ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন। মিছিলে মিছিল পুরো চট্টগ্রাম শহরের রাজপথ শ্লোগানে শ্লোগানে মেতে উঠে। এই সময় বেগম জিয়ার মিথ্যা মামলা প্রত্যহার ও জামিন মঞ্জুরের জন্য দাবি জানান। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ বলেন,এবারের আন্দোলন গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটার অধিকার ফিরে আনার আন্দোলন। যুবদল রাজপথে নেমেছে এখন থেকে স্বৈরাচার ও অবৈধ সরকার পতনের আন্দোলনে বিএনপি এক বিন্দু ও পিছুপা হবে না বলে হুশিয়ারী দেন। প্রয়োজনে রাজপথে শহীদ হবো তার পরে ও যুবদলের কোন নেতা পিছুপা হবে না। এবং অন্যয় ভাবে পুলিশের গুলিতে নিহত নুরুল আলম ও আব্দুর রহিম হত্যার তীব্র নিন্দা জানান। এবং স্বৈরাচার সরকার পুলিশকে গুন্ডা বাহিনী হিসেবে কাজে লাগিয়ে বিএনপির প্রতিটি সংগ্রামে বাঁধা দিয়ে যাচ্ছে। আমারা এখন রাজপথে আছি আমার ভাইদের হত্যার জবাব দিতে হবে অন্যতায় তীব্র আন্দোলন আরো বেগবান হবে বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় যুবদল নেতা মুনায়েফ মুন্না বলেন, সরকার বিভিন্ন উপয়ে ক্ষমতায় ঠিকে থাকতে চাই। আবারো বিভিন্ন নাটক শুনা যাচ্ছে। বাংলার রাজপথ শান্তি চাই, ভোটার অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চাই। আমাদের বসে থাকার সময় শেষ এখন সরকার পতনের সময় এসেছে। অন্যতায় আন্দোলন তীব্র থেকে তীব্র হওয়ার হুশিয়ারি দেন। বেগম জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান ও গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply