নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. আবু সায়েম, ব্র্যাকের আইনি সুরক্ষা অফিসার মোছা. পিয়ারা খাতুন, মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।
Leave a Reply