চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে সাংবাদিককে মোবাইল ফোনে রং নাম্বারে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই জামিল হোসেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার সময় গ্রেফতার করে আলমডাঙ্গা থানা হাজত নিয়ে আসেন অতঃপর আলমডাঙ্গা থানার অফিস ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক এম সন্জু আহমেদ এর উপস্থিতিতে মুচলেকার মাধ্যমে তাকে মুক্ত করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাঃসাব্বির হোসেন(১৯) পিতা আনোয়ার ও শাহাবুল ( ৩২) পিতা ওমছের আলী উভয়ের গ্রামের বাড়ি হোসেনপুর।
উল্লেখ্য যে গত ২৭/ ৮/ ২০২২ তারিখে আলমডাঙ্গার ঘোলদারি হোসেনপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে উপযুক্ত প্রমাণ না পাওয়াতে রিপোর্টটি প্রকাশ না করাই তাকে মুঠোফোনে গালিগালাজ সহ হত্যার হুমকি দেয়।এ বিষয়ে সাংবাদিক এম সন্জু আহমেদ আলমডাঙ্গা থানায় ঐ দিনেই একটি জিডি করে।
Leave a Reply